আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ মায়ের মৃত্যু। আকস্মিক মৃত্যুতে গভীর শোকে দুই মেয়ে। কিন্তু আটদিন পেরিয়ে গেলেও মায়ের দেহ সৎকার করলেন না। ঘরের মধ্যে মায়ের দেহ আগলে চুপচাপ বসেই রইলেন। শেষমেশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। দুই মেয়ের কাণ্ডে রীতিমতো হতবাক তারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। মৃত মহিলার নাম, ললিতা। ২০২০ সালে আচমকা তাঁর স্বামী সংসার ছেড়ে বেরিয়ে যান। তারপর দুই মেয়েকে নিয়ে ঘর ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন। ২২ জানুয়ারি রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয় ললিতার। পরেরদিন সকালে ঘুম থেকে ডাকার সময় দুই মেয়ে টের পান, মা মৃত।
বিষয়টি আত্মীয়স্বজনকে জানিয়েছিলেন। কিন্তু কেউই সাহায্য করতে এগিয়ে আসেননি। পুলিশ সূত্রে জানা গেছে, চরম আর্থিক অনটন ছিল সংসারে। মায়ের দেহ সৎকারের জন্য টাকা জোগাড় করতে পারেননি দুই মেয়ে। প্রতিবেশীদের কাছ থেকেও সাহায্য চেয়েছিলেন। আটদিন এভাবেই মায়ের দেহ নিয়ে ঘরে বসেছিলেন তাঁরা।
ঘর থেকে দুর্গন্ধ বের হতেই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই মেয়েকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে তারা।
